Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরেই ‘সংখ্যালঘু কমিশন’ গঠনের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৩ ১৮:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশ হবে জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার আমাদের গণ অনশন কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করে অক্টোবর মাসের মধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের পর কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হবে এবং পর্যায়ক্রমে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘অক্টোবর মাসের মধ্যে আপনারা জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করুন। যদি আপনারা আপনাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন, তাহলে নভেম্বর মাসে আবার হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ মহাসমাবেশ করবে।’

সংগঠনের উত্তর জেলার সভাপতি ইন্দু নন্দন দত্ত বলেন, ‘আমরা সরকারকে অনুরোধ করছি ২০১৮ সালে দেওয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেন অনতিবিলম্বে তা মেনে নেওয়া হয়। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো মেনে ধর্মীয়, জাতিগত ও সংখ্যালঘুদের অধিকার আদায়ে আপনারা একাত্ম থাকবেন।’

সংগঠনের উত্তর জেলার সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি রুবেল পালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, বিধান মিত্র, তপন কান্তি দাশ, অলক দাশ, কাউন্সিলর নীলু নাগ, রুমকি সেন গুপ্ত ও মিনা রাণী দেবী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমও

অক্টোবর বিক্ষোভ সংখ্যালঘু কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর