অধিকারের আদিলুর-এলানের হাইকোর্টে জামিন
১০ অক্টোবর ২০২৩ ১১:৫০
ঢাকা: মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং এর পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।
আদালতে তাদের পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল আমিন ভুঁইয়া।
এর আগে, ২৫ সেপ্টেম্বর অধঃস্তন আদালতের সাজার বিরুদ্ধে আপিল এবং জামিন আবেদন করা হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গত ১৪ সেপ্টেম্বর মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত। সেইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাদের দুইজনকে কারাগারে পাঠানো হয়।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাতযাপনের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। তাদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর ওই অভিযানে ‘বহু মাদ্রাসার ছাত্র নিহত’ হয়েছে বলে সরকার বিরোধী ওই রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছিল। পরে এ নিয়ে ২০১৩ সালে ১০ জুন মানবিধকার সংস্থা অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১জন নিহত হয়েছে।
ওই অভিযানের পর একটি সাধারণ ডায়েরি করেছিলেন তৎকালীন ডিবি পুলিশ। পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
অধিকারের আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আইসিটি আইনে এই মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/কেআইএফ/ইআ