Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিরক্ষায় লেবানন গেলেন নৌবাহিনীর ৭৫ সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৩ ১৯:৪৫

চট্টগ্রাম ব্যুরো: লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে নৌবাহিনীর দলটি লেবাননের উদ্দেশে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌবাহিনীর সদস্যরা লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন – ইউনিফিল’ এ অংশ নেবেন। তারা বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ‘ব্যানকন-১৪’র আওতায় লেবাননে মোতায়েন হওয়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ যোগ দেবেন।

বিজ্ঞাপন

লেবাননের উদ্দেশে নৌবাহিনীর সদস্যদের বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. জামাল উদ্দিন চৌধুরী।

এর আগে, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী লেবাননগামী নৌ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নৌবাহিনী ও দেশের ভাবমূর্তি সমুন্নত ও উত্তরোত্তর বৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করার নির্দেশনা দেন।

২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আসছে। লেবাননের ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত।

সারাবাংলা/আরডি/এমও

নৌবাহিনী লেবানন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর