Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বোধ্য প্রেসক্রিপশনের সমাধান ‘ইজি আরএক্স’


১৬ মে ২০১৮ ১৮:৩৬

।। জাকিয়া আহমেদ, স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রেসক্রিপশনে চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখা নিয়ে রোগীদের ভোগান্তির অভিযোগ পুরনো। চিকিৎসকদের অস্পষ্ট হাতের লেখার কারণে অনেক সময় ভুল ওষুধের ঝুঁকিতে পড়তে হয় তাদের। এবার সেই ভোগান্তি দূর করবে প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যার ইজি আরএক্স (Easy RX)।

ওষুধ প্রশাসন অধিদফতর থেকে জানা যায়, ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ১ হাজার ১০২ অভিযোগ জমা হয়েছে অধিদফতরে।

ইজি আরএক্স সফটওয়্যারের উদ্ভাবক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসক মোবাশ্বেরুল ইসলাম। তিনি মালিতে শান্তিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত। সেখান থেকে মোবাইল ফোনে কথা ডা. মোবাশ্বেরুল কথা বলেন সারাবাংলার এ প্রতিনিধির সঙ্গে।

তিনি বলেন, ‘প্রেসক্রিপশনের অস্পষ্ট হাতের লেখা নিয়ে রোগীদের বিভ্রান্তি আর হয়রানির অভিযোগ আমাদের জন্য বিব্রতকর বিষয়। প্রেসক্রিপশন স্পষ্টভাবে কিংবা ক্যাপিটাল অক্ষরে লিখতে হাইকোর্ট একটি নির্দেশনাও দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী ক্যাপিটাল লেটারে হাতে প্রেসক্রিপশন লেখা কঠিন বলেই জানিয়েছেন একাধিক চিকিৎসক। বিষয়টি সমাধানের ভাবনা থেকেই এক বছর আগে প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যার ইজি আরএক্স তৈরির উদ্যোগ নিই। অবশেষে ইজি আরএক্স’ বাস্তবে রূপ নিয়েছে। গত ১ মে এর উদ্বোধন হয়।’

তবে আমি দেশের বাইরে থাকায় সেভাবে সবাইকে জানিয়ে উদ্বোধন করতে পারিনি বলেন ডা. মোবাশ্বেরুল ইসলাম।

তিনি বলেন, ‘বর্তমান সময়টা তথ্য-প্রযুক্তির যুগ। তাই রোগীদের সুবিধার জন্য প্রিন্টেড প্রেসক্রিপশন এবং রোগীদের সব তথ্য ডাটাবেইজ করা সময়ের দাবি। সে লক্ষ নিয়েই ইজি আরএক্স সফটওয়্যারের ভাবনা। উদ্বোধনের ১৫ দিনে প্রায় এক হাজার চিকিৎসক লাইসেন্সসহ সফটওয়ারটি সংগ্রহ করেছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি প্রফেশনাল ডেভেলপারকে দিয়ে সফটওয়্যারটি বানিয়েছি। তবে এটির কনসেপ্ট, রিসার্চ, ডিজাইন, অর্থায়ন, স্বত্ব সব কিছুই আমার।’

ইজি আরএক্স অফলাইন সফটওয়্যার এবং এর জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না জানিয়ে এর উদ্ভাবক বলেন, ‘ডেস্কটপ এবং ল্যাপটপ- যে কোনো কম্পিউটার থেকেই ইজি আরএক্স সফটওয়ার দিয়ে প্রেসক্রিপশন লেখা যাবে। এক্ষেত্রে দরকার হবে শুধু একটি প্রিন্টারের।’ আর চিকিৎসকদের এটি ডাউনলোড করে আমার কাছ থেকে একটা ফ্রি লাইসেন্স নিতে হবে’ বলেন ডা. মোবাশ্বেরুল।

তিনি জানান, রোগীর ছবিসহ প্রিন্টেড প্রেসক্রিপশন দেওয়ার পাশাপাশি এতে করে চিকিৎসকের কাছেও সংরক্ষিত থাকবে রোগীর তথ্য। আর এ তথ্য রিস্টোর এবং ব্যাপআপ থাকার কারণে হারিয়ে যাওয়া কিংবা ডিলেট হওয়ার ভয় থাকবে না।’

ডা. মোবাশ্বেরুল বলেন, ‘অটো কমপ্লিট অপশন ও টেমপ্লেট ব্যবহার করা যাবে ব্যবস্থাপত্র লেখার সময়ে। যার কারণে প্রেসক্রিপশন লেখায় অতিরিক্ত সময়ের দরকার হবে না। প্রয়োজনমতো এটি কাস্টমাইজেশনের সুযোগ পাবেন চিকিৎসকেরা। এমনকি নতুন তথ্য যোগ করে, শর্টকাট ও নতুন টেমপ্লেট তৈরি করে একজন চিকিৎসক তার নিজের মতো করেও সফটওয়্যারটি সাজিয়ে নিতে পারবেন।’

ইজি আরএক্স নিয়ে কোনো ব্যবসায়িক মনোভাব রয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। এটি ফ্রি ডাউনলোড করার জন্য। কোনো ব্যবসায়িক ভাবনা আমার নেই।’

‘আমি কেবল চিকিৎসক- রোগীর সম্পর্কের উন্নয়ন করতে চেয়েছি। রোগীদের ভোগান্তি দূর করতে চেষ্টা করেছি। আমি নিজেও একজন চিকিৎসক তাই চিকিৎসকদের সহযোগিতা করতে চেয়েছি। সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ( বিএমডিসি) রেজিস্টার্ড চিকিৎসকদের এ সফটওয়্যার দেওয়া হবে। এর জন্য এককালীন, মাসিক বা বার্ষিক কোনো টাকা দিতে হবে না।’

বিজ্ঞাপন

ডা. মোবাশ্বেরুল ইসলাম বলেন, ‘ভুল ওষুধ খেয়ে কোনো রোগী মারা যাক- একজন চিকিৎসক সর্বোপরী একজন মানুষ হিসেবে সেটি কখনো চাই না।’

সফটওয়্যারের এই উদ্ভাবক আশা প্রকাশ করে বলেন, ‘অচিরেই Easy RX অচিরেই বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন এবং সর্বাধিক ব্যবহৃত প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যারে পরিণত হবে। ফলে প্রেসক্রিপশন লেখায় চিকিৎসকদের সুবিধা হবে ও রোগীদেরও ভোগান্তি কমে যাবে।’

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর