Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৬:৫৩

ঢাকা: শুরু হলো চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এটি চলতি একাদশ সংসদের ২০২৩ সালের ৫ম অধিবেশন ৷ এই অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।

বর্তমান সংসদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনি কার্যক্রম শুরু হবে ৷ নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএইচএইচ/একে
বিজ্ঞাপন

আরো