ঘূর্ণিঝড় হামুনের প্রভাব পড়েনি বরিশালে, লঞ্চ চলাচল শুরু
২৫ অক্টোবর ২০২৩ ১১:০৭
বরিশাল: বরিশালের উপকূলীয় ও নিম্ন অঞ্চলে ঘূর্ণিঝড় হামুনের হালকা প্রভাব পড়লেও অন্যান্য অঞ্চলে তেমন প্রভাব পড়েনি। মঙ্গলবার (২৪ অক্টোবর) সারাদিন মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়া বিরাজ করলেও তা কেটে গেছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে উঠেছে রোদ।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এর আগে, মঙ্গলবার সকাল ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৮টা থেকে সব রুটে নৌ যান চলাচল শুরু হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান, হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যায়নি। এই অঞ্চলের শঙ্কা কেটে গেছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা, গতিবেগ স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:
- কক্সবাজারে হামুনের তাণ্ডব, বেরিয়ে যাচ্ছে কুতুবদিয়া-সাতকানিয়া হয়ে
- উপকূলে আঘাত হানতে শুরু করেছে হামুন
- মোখার চেয়েও সজোরে আঘাত হামুনের, যাচ্ছে কুতুবদিয়ার দিকে
- হামুন: ১৫ জেলায় জলোচ্ছ্বাস, ৫ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা
- ভোলার সব রুটে নৌ চলাচল বন্ধ, ঝুঁকিতে ৪ অঞ্চলের লক্ষাধিক মানুষ
- এগিয়ে এসেছে হামুন, মেঘনার মোহনা দিয়ে অতিক্রম বুধবার ভোরে
- উপকূলে আঘাত হানতে শুরু করেছে হামুন
- ঘূর্ণিঝড় ‘হামুন’এ পরিণত হয়েছে নিম্নচাপটি
- হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ
- ঘূর্ণিঝড় হামুন: খুলনায় প্রস্তুত ৬০৪ আশ্রয়কেন্দ্র
- নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে ৫ নম্বর বিপদ সংকেত
- ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ
- ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় ভোলায় প্রস্তুত ৭৪৩ আশ্রয়কেন্দ্র
- ৩১০ কিমি দূরে হামুন, চট্টগ্রাম-পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত
- হামুন: ১৫ জেলায় জলোচ্ছ্বাস, ৫ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা
- ১০ জেলার মানুষকে রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ
- বুধবার দুপুরের মধ্যে চট্টগ্রাম-বরিশাল উপকূল অতিক্রম করবে হামুন
- ভোলার সব রুটে নৌ চলাচল বন্ধ, ঝুঁকিতে ৪ অঞ্চলের লক্ষাধিক মানুষ
- হামুনের আঘাতে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
সারাবাংলা/ইআ