Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ১৬:২২ | আপডেট: ২ নভেম্বর ২০২৩ ১৮:৫৪

ঢাকা: বিএনপির মহাসমাবেশের দিন পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যায় দায়ের করা মামলায় আপন আহমেদ নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর গলাচিপা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহমেদ। তিনি ঢাকার কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এর আগে, ২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় দলটির কর্মীদের হামলায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামে এক কনস্টেবল নিহত হন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ পুলিশ মামলা যুবদল নেতা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর