Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাকের ছোট ভাই-গাড়িচালকসহ ৬ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৭:৫০

ঢাকা: বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন, গাড়িচালক জহির হাসানসহ ৬ জনের বিরুদ্ধে পল্টন থানার দায়ের করা নাশকতার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন, লিয়াকত আলী, মফিজুল, বাবুল পরামানিক ও আজিম উদ্দিন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সুমিত কুমার সাহা ৬ জনকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে নিহার হোসেন ফারুক জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ অক্টোবর তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন ৪৭ জনকে কারাগারে পাঠানো হয়। একইদিন দুপুরে ইশরাকের গুলশান-১ নম্বরের বাসায় তল্লাশি করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাকে বাসায় না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

সারাবাংলা/এআই/এমও

ইশরাক কারাগার গাড়িচালক বিএনপি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর