Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার আহ্বান বস্ত্র ও পাটমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ১৭:৪৫

ঢাকা: দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের প্রাক্কালে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

এদিন রাজধানীর মতিঝিলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রায় ৩৫ হাজার নেতাকর্মী নিয়ে হাজির হন পাটমন্ত্রী।

উন্নয়ন-অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে হলে আমাদের আবারও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। আর সেই উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি বড় নিদর্শন হলো মেট্রোরেল। আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের মাধ্যমে আমাদের আরেকটি স্বপ্নের পূর্ণতা পেল।

বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনার শান্তির সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীসহ ৩৫ হাজার লোক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নে বিশ্বাস করি। আর এদেশের জনগণও আগামী দিনে উন্নয়নের পক্ষেই রায় দেবেন।

এসময় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জের সাবেক জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মূর্তজা পাপ্পা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ থানার যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, ভুলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, জেলা পরিষদ সদস্য আনছর আলী, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, যুবলীগ সভাপতি কামরুল ইসলাম তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

এদিন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করতে সকাল থেকেই ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মীরা আসতে থাকেন। সমাবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের প্রায় ৩৫ হাজার নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক টপ নিউজ ঢাকা বিভাগীয় সমাবেশ বস্ত্র ও পাটমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর