Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ২০:২৪

মেহেরপুর: মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন গাংনী শহরের উত্তরপাড়ার বাসিন্দা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নাশকতার ঘটনার একটি মামলায় আমজাদ হোসেন আসামি ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এক পর্যায়ে আজ দুপুরে পোড়পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতা মামলার আসামি হিসেবে আমজাদ হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এনইউ

আমজাদ হোসেন গ্রেফতার টপ নিউজ বিএনপি মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর