চবি’র পাহাড়ে সাবেক নিরাপত্তা কর্মীর লাশ
৭ নভেম্বর ২০২৩ ১৯:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল অনুষদের পেছনের পাহাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মী।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অনুষদের পেছনের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মনির আহমেদ (৭৫) বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, বিকেলে প্রকৌশল অনুষদের পরিচ্ছন্নতাকর্মী জগদীশ রুদ্র পাহাড়ের বাঁশঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীদের জানান। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।
জগদীশ রুদ্র বলেন, ‘আমি অনুষদের পানির মোটর ছেড়ে পেছনে তাকিয়ে দেখি ঝোপ ফাঁকা। একটু সামনে এগোতেই দেখি একজনের পা দেখা যাচ্ছে। তখন আমার সহকর্মী কাজল রুদ্রকে ডেকে আনি। লাশটাকে মনির ভাইয়ের মতো লাগলে আমরা ছবি তুলে ওনার মেয়েকে দেখাই। মেয়ে তার বাবাকে শনাক্ত করেন।’
মনিরের ছেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রহরী মো. তারেক মিয়া বলেন, ‘গতকাল (সোমবার) আসরের নামাজ পড়ে বের হওয়ার পর থেকে তিনি আর বাসায় ফেরেননি। ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ লাশ দেখে বাসায় এসে জানান। আমি গিয়ে বাবার লাশ দেখতে পাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার সারাবাংলাকে বলেন, ‘লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উনার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমাদের কাছে যদি তার পরিবার কোনো অভিযোগ করে, সেটা যদি কোনো অস্বাভাবিক ঘটনা হয়, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
চবি’র প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘হাটহাজারী থানা থেকে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে মৃত্যু হয়েছে সেটা পরিষ্কার হবে।’
সারাবাংলা/এমএ/পিটিএম