চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
১৮ মে ২০১৮ ১০:০১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বৃহত্তম ‘মাদক জোন’ হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে মাদক বিক্রেতাদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় দু’জন নিহত হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাতে নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকার রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বরিশাল কলোনিতে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব। তবে তারা মাদক বিক্রেতা বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ সারাবাংলাকে বলেন, প্রকাশ্যে মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাবের একটি টিম অভিযানে যায়। এসময় কয়েকজন মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
মিফতাহ জানান, প্রায় আধাঘন্টা ধরে চলে এই গুলিবিনিময়ের ঘটনা। এরপর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলির খোসা এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
সারাবাংলা/আরডি/এমআইএস