Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেক্যুলারিজম-জামায়াত নিয়ে টুকুর বক্তব্য তার নিজস্ব, বিএনপির নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৯:০০

ঢাকা: ভারতের জাতীয় দৈনিক ‘দ্য হিন্দু’তে দেওয়া সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেক্যুলারিজম, পলিটিক্যাল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলাম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মূল ভিত্তি হচ্ছে- বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বিএনপি।’

রিজভী বলেন, ‘সম্প্রতি ভারতীয় একটি ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে দেওয়া এক সাক্ষাৎকারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেক্যুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কিত যে মতামত দিয়েছেন, সেসব বক্তব্য ও মতামত একান্তই তার নিজস্ব। এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।’

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ টুকু রিজভী সেক্যুলার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর