ওপেনএআই-তে ফিরলেন স্যাম অল্টম্যান
২২ নভেম্বর ২০২৩ ১৪:৫০
প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ খোয়ানোর পাঁচ দিনের মাথায় আবার ওপেনএআই-এ ফিরলেন স্যাম অল্টম্যান। চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার (১৭ নভেম্বর) অল্টম্যানকে বরখাস্ত করেছিল ওপেনএআই। স্যামকে চাকরিচ্যুত করার কারণ হিসেবে প্রতিষ্ঠান পরিচালনায় তার সক্ষমতা নিয়ে আস্থাহীনতার কথা জানায় ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ। তার বরখাস্তের প্রতিবাদে কোম্পানির কর্মীরা একটি খোলা চিঠিতে গণপদত্যাগের হুমকি দেন।
বুধবার ওপেনএআই-এক্সে (সাবেক টুইটার) এক ঘোষণায় জানিয়েছে, আমরা সিইও হিসেবে স্যামকে ওপেনএআই-এ ফিরিয়ে আনার জন্য নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছি।
ওপেনএআই-এর এই ঘোষণা নিশ্চিত করে স্যাম অল্টম্যান টুইটারে বলেছেন, ওপেনএআই-এ ফিরে আসার জন্য উন্মুখ তিনি।
তিনি বলেন, আমি ওপেনএআই-কে ভালোবাসি। এবং গত কয়েকদিন ধরে আমি যা করেছি তা এই দল এবং এর মিশনকে একত্রে রাখার জন্য করেছি। আমি ওপেনএআই-এ ফিরে আসার জন্য এবং মাইক্রোসফট এর সঙ্গে আমাদের শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার অপেক্ষায় রয়েছি।
সারাবাংলা/আইই