ভূমি ব্যবহারে মাস্টারপ্ল্যানের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৭ নভেম্বর ২০২৩ ২৩:২০
ঢাকা: উপজেলাভিত্তিক ভূমি ব্যবহারে একটি মাস্টারপ্ল্যান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যত্রতত্র যাতে ঘরবাড়ি শিল্প কারখানা গড়ে উঠতে না পারে সেদিকেও নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সাধারণ আলোচনায় এ দিক নির্দেশনা দেন তিনি। পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এর বিস্তারিত তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রীদের প্রতি একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি হলো আমাদের প্রত্যেক উপজেলা যেন মাস্টারপ্ল্যান থাকে। স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে যে, তারা একটি উদ্যোগ গ্রহণ করেছে যা চলমান। প্রধানমন্ত্রী বলেছেন কম সময়ের মধ্যে যেন এ কাজ শেষ হয়। এটি হলে ভূমি ব্যবহার যৌক্তিক হবে। যত্রতত্র ঘরবাড়ি ও শিল্প কারখানা যাতে গড়ে না ওঠে সেদিকে নজর রাখতে বলেছেন। এটি হয়ে গেলে একটি শৃঙ্খলা আসবে।’
এছাড়া মন্ত্রিসভা বৈঠকে ‘জয়িতা ফাউন্ডেশন আইন’ এর খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত ছিল। এখন থেকে নিজস্ব আইনে চলবে। নারী উদ্যোক্তাদের উৎসাহ যোগাতেই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া।
মন্ত্রণালয় ও বিভাগ সমুহের ২০২২-২৩ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি উপস্থাপন করার পর দেখেছি কিছু সংশোধনোর জন্য তারা বলেছেন। আমরা সাতদিন সময় দিয়েছি। তারা তাদের সংশোধন শেষ করে জমা দেবেন। তারপর আমরা পূর্ণা প্রতিবেদন পাঠাব।’
নির্বাচনকালীন সরকার আইনে অনুমোদন দিতে পারে কীনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রি পরিষদ সচিব বলেন, ‘সংবিধান মেনেই সব কিছু হচ্ছে।’
সারাবাংলা/জেআর/একে