Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার ২ আসনে ভোটের মাঠে থাকছেন ১৩ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৪

চুয়াডাঙ্গা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসনের জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ সালাম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসন থেকে ছয় জন ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে সাত জন প্রার্থী ভোটের মাঠে থাকছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এ তথ্য জানান।

জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জাতীয় পার্টির সোহরাব হোসেন, ন্যাশনাল পিউপলস পার্টির ইদ্রিস চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগারওয়ালা, এমএ রাজ্জাক খান ও এম শহিদুর রহমান।

চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলী আজগার, জাতীয় পার্টির রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাসদ (ইনু) দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ, জাকের পার্টির আব্দুল লতিফ খান, স্বতন্ত্র প্রার্থী মো. আবু হাশেম রেজা ও মো. নূর হাকিম।

সারাবাংলা/পিটিএম

১৩ প্রার্থী টপ নিউজ ভোটের মাঠ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর