‘কৃষিমন্ত্রীর স্বীকারোক্তিতে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ’
১৭ ডিসেম্বর ২০২৩ ২২:৫৯
ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের স্বীকারোক্তিতে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
আ স ম আব্দুর রব বলেন, ‘কৃষিমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেছেন- বিএনপির ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার না করলে হরতালের দিন গাড়ি চলত না। আমরা যেটা করেছি, চিন্তা-ভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত— তার এই স্বীকারোক্তি প্রমাণ করে, বিরোধীদলকে গ্রেফতার করে কারাগারে বন্দি রেখে একতরফা ডামি নির্বাচন আয়োজন সরকারের পূর্ব পরিকল্পিত। পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার নীল নকশা বাস্তবায়নে সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘বিনা কারণে নাগরিকদের গ্রেফতার, নির্বিচারে কারাগারে আটক ও নির্যাতন, ইচ্ছা মাফিক জেল ও জামিন দেওয়ার বিষয়টি কৃষিমন্ত্রী স্বীকার করায় বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে।’
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, কারাবন্দিদের মুক্তি, সংসদ ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন এবং নির্বাচনি তফসিল বাতিল করে বিদ্যমান সংকট নিরসনের আহ্বান জানান আ স ম আবদুর রব।
সারাবাংলা/এজেড/পিটিএম