Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবাদের সেরা শিবলিকে নিয়ে জবিতে উচ্ছ্বাস

জবি করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩৪

ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আশিকুর রহমান শিবলি। ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করে হয়েছেন ম্যাচসেরা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শিবলি হয়েছেন টুর্নামেন্ট সেরাও। শিবলির এই সাফল্যে উচ্ছ্বসিত পুরো বাংলাদেশ। দেশের মতো উচ্ছ্বসিত শিবলির নিজ শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও। শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী, আনন্দে ভাসছেন বিশ্ববিদ্যালয়ের সবাই।

বিজ্ঞাপন

দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে এবারের এশিয়া কাপের আসরে শিবলির রান ৩৭৮। ফাইনালে খেলেছেন ১২৯ রানের অনবদ্য এক ইনিংস। তার সেঞ্চুরিতেই বাংলাদেশ ফাইনালে জিতেছে ১৯৫ রানের বিশাল ব্যবধানে। শিবলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শিবলির এমন পারফরম্যান্সে গর্বিত জবির হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক মাহফুজা মোবারক, ‘এই অর্জন আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমাদের বিভাগটি নতুন হওয়ায় যদিও আমরা শিক্ষার্থীদেরকে খেলাধুলার সরঞ্জামাদিসহ অন্যান্য সুবিধা পর্যাপ্তভাবে দিতে পারিনা তবুও ওরা খেলাধুলায় অনেক ভালো করছে। আমি শিবলির এই অর্জনে অনেক আনন্দিত। আশা করছি পরবর্তীতে আমরা খেলাধুলায় শিক্ষার্থীদের পর্যাপ্ত সুবিধাদি দিতে পারবো যা ওদেরকে নিজেদের মতো করে এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করছি, পরবর্তী সময়েও আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অটুট থাকবে।’

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী আল আমিন বিজয়ও নিজের জুনিয়রের এমন সাফল্যে আনন্দিত, ‘আমাদের বিভাগের ছোট ভাই এশিয়া কাপের মতো এমন একটি বড় আসরে এতো ভালো খেলেছে এবং প্লেয়ার অব দ্য ফাইনাল ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে এটি আমাদের বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের এবং গর্বের একটি বিষয়। আমরা তাকে বাংলাদেশ জাতীয় দলেও ঠিক এমন ভালো পারফর্ম দেখতে চাই।’

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আশিকুর রহমান শিবলি ফাইনাল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর