বিজ্ঞাপন

এশিয়া কাপের ম্যাচ ও টুর্নামেন্ট সেরা শিবলি

December 17, 2023 | 6:45 pm

স্পোর্টস ডেস্ক

ব্যাটিংয়ে নেমে তার সেঞ্চুরিতেই জয়ের ভিত্তি গড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আশিকুর রহমান শিবলির অনবদ্য এক সেঞ্চুরিতেই ইতিহাস গড়েছে বাংলাদেশের যুবারা। দুবাইয়ের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালের এই সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন শিবলি। একই সাথে টুর্নামেন্টে সেরার পুরষ্কারও উঠেছে শিবলির হাতেই।

বিজ্ঞাপন

পুরো এশিয়া কাপজুড়েই দারুণ ফর্মে ছিলেন শিবলি। ফাইনালের আগ পর্যন্ত ৪ ম্যাচে একটি সেঞ্চুরি পেয়েছেন, ছিল দুটি হাফ সেঞ্চুরিও। ফাইনালে ১৪৯ বলে ১২৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশকে বড় স্কোর এনে দেওয়ার মূল ভূমিকা পালন করেছেন তিনিই। দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে এবারের আসরে তার রান ৩৭৮। ফাইনালের সেঞ্চুরির কারণে ম্যাচসেরা হয়েছেন শিবলি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। দারুণ পারফরম্যান্সের সুবাদে তাই হয়েছেন টুর্নামেন্ট সেরাও।

টুর্নামেন্ট সেরা হয়ে শিবলি বলেছেন, এশিয়া কাপ জেতার পর যুবাদের বিশ্বকাপেই চোখ তার, ‘সকল প্রশংসা আল্লাহ্‌র, তিনিই সবকিছু করেছেন। শুরুতে কিছুটা কঠিন ছিল ব্যাটিং করা। ধীরে ধীরে বল ব্যাটে এসেছে। আমার সতীর্থরা অনেক সহযোগিতা করেছে। সামনে বিশ্বকাপ, সেখানে ভালো করাই আমার লক্ষ্য।’

এদিকে বিজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান বলেছেন, দলের সতীর্থরা অধিনায়ক হিসেবে তার কাজটা অনেক সহজ করে দিয়েছে, ‘ আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছিলাম, তাই ম্যাচটা জিততেই হতো। ব্যাটার ও বোলাররা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমার কাজটা আসলে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। সবাই অনেক ভালো করেছে। সমর্থক, টিম ম্যানেজমেন্ট সবাইকে অনেক ধন্যবাদ। দেশে বসে যারা আমাদের সমর্থন জানিয়েছেন সবাইকে ধন্যবাদ। সামনে আমরা আরও ভালো কিছু করব।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন