বাঘাইছড়ি থেকেই নির্বাচনি প্রচারে দীপংকর তালুকদার
১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:০০
রাঙ্গামাটি: দলীয় প্রতীক বরাদ্দের পরদিনই নির্বাচনি প্রচারে নেমেছেন ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই আয়তনে দেশের সবচেয়ে উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নামেন তিনি। এর আগে, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই উপজেলার সাজেক ইউনিয়ন থেকেই নির্বাচনি প্রচারে নামেন দীপংকর তালুকদার।
আজ সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় উপাসনা শেষে প্রচারে নামেন দীপংকর তালুকদার। এরপরই মুসলিম ব্লক এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন।
এতে মারিশ্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুর আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, যুগ্ম সাধারণ সস্পাদক সন্তোষ কুমার চাকমা, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতারা।
সভায় দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ সম্পাদনের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ পাহাড়ে সকল সম্প্রদায়ের সস্প্রীতি অটুট রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে সবাই প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার নির্বাচনি গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিবেন জানিয়েছেন দলীয় সূত্র।
এদিকে, এই আসনের অন্য দুইজন প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রচারে নামেননি।
সারাবাংলা/পিডিএনআর/এনএস