Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো আপেল আমদানি

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৮:২৯

বাগেরহাট: মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো আমদানি হলো আপেল। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ৪০ ফিটের দু’টি কনটেইনারে আসা ৫১ মেট্টিক টন আপেল খালাস করা হয়।

এর আগে, গত ১২ ডিসেম্বর লাইবেরিয়ার পতাকাবাহী এম ভি মার্কস হাই ফং জাহাজে মেসার্স এশিয়ান ফ্রুটস্ (বিডি) লিমিডেট এই আপেল আমদানি করে।

এরপর গত ১৯ ডিসেম্বর মোংলা কাস্টমস ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি এবং বন্দরের ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্যের চালানটির কায়িক পরীক্ষা করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে আপেলের চালানটি খালাস করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জামান জানান, আমদানি করা হিমায়িত ফল ডেলিভারির সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. একে আনিসুজ্জামান, পরিচালক (ট্রাফিক) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, কাস্টমস কর্তপক্ষের প্রতিনিধি ও আমদানিকারকেরা।

সারাবাংলা/এমও

আপেল আমদানি মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর