Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ভোটকেন্দ্র ঘুরলেন ভারতীয় পর্যবেক্ষক ধর্মেন্দ্র শর্মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৫:১৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১৫:১৯

টাঙ্গাইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভুঞাপুরে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তি‌নি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার।

রোববার (৭ জানুয়া‌রি) টাঙ্গাইল-২ আসনের ভুঞাপুর উপজেলার ভুঞাপুর সরকা‌রি প্রাথ‌মিক‌ বিদ‌্যাল‌য়সহ বেশ কয়েক‌টি কেন্দ্র প‌রিদর্শন করেন।

এসময় তি‌নি ভোট কক্ষে প্রবেশ করে ভোটের বিষয়ে তথ‌্য সংগ্রহ করেন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এদিকে ভ‌ারতীয় ওই নির্বাচন পর্যবেক্ষক কেন্দ্রগু‌লো‌র ভোটার লাইনে কোন ভোটার দেখতে পান‌নি।

তবে এসময় সাংবা‌দিকদের তি‌নি কোনো বক্তব‌্য দেননি।

সারাবাংলা/এমও

টাঙ্গাইল ভারতীয় পর্যবেক্ষক ভোটকেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর