জয়পুরহাটে ১৫ প্রার্থীর ১১ জনই জামানত হারিয়েছেন
৮ জানুয়ারি ২০২৪ ২১:৪১
জয়পুরহাট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে ১৫জন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে, তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট কোনো প্রার্থী না পেলে মনোনয়ন দাখিলের সঙ্গে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।
রোববার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
জয়পুরহাট-১ আসনের ৭ জন প্রার্থীর ৫ জনই জামানত হারাচ্ছেন। এই ছয়জন প্রার্থীর মধ্যে রয়েছেন স্বতন্ত্র এ কে এম রায়হান মণ্ডল মনু, জহুরুল ইসলাম, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন, ন্যাশন্যাল পিপলস্ পার্টির মো. রুকুনুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. মাসুম।
জয়পুরহাট-২ আসনে ৮ প্রার্থীর ৬জনই জামানত হারিয়েছেন। এই ছয়জন প্রার্থীর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির আবু সাইদ নুরুল্লাহ, স্বতন্ত্র আতোয়ার রহমান মন্ডল, ন্যাশলাল পিপলস্ পার্টির মো. আবু সাঈদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র আব্দুর রাজ্জাক সরদার এবং বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন।
সারাবাংলা/একে