Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলেল শুভেচ্ছায় সিক্ত গোলাম দস্তগীর গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ২১:৫১

ঢাকা: টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গাজী গ্রুপের কর্ণধার এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগরে গাজী গ্রুপের নতুন ভবনে গাজী গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান এই শুভেচ্ছা জানায়।

এদিন সারাবাংলা ডটনেট, জিটিভিসহ গাজী গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে গাজী ট্যাংকস অ্যান্ড পাইপ, গাজী ইন্টারন্যাশনাল ও গাজী কমিউনিকেশন্সসহ বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সারাবাংলা ডটনেটের পক্ষে উপস্থিত ছিলেন দৈনিক সারাবাংলার প্রকাশক ও সম্পাদক বদরুল আলম খান, ব্যবস্থাপনা সম্পাদক এ এস এম রফিক উল্লাহ, প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ, জয়েন্ট নিউজ এডিটর প্রতীক মাহমুদ, জয়েন্ট নিউজ এডিটর কবীর আলমগীর, স্পেশাল করেসপন্ডেন্ট আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট ঝর্ণা রায়, সিনিয়র করেসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন, নিউজ রুম এডিটর নুর সুমন, স্টাফ করেসপন্ডেন্ট রাজনীন ফারজানা, স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান, স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ, হেড অব ওয়েব অপারেশন সোহাইল আহমেদ, ভিজ্যুয়াল করেসপন্ডেন্ট সেতু পোদ্দার, নীলুফার ইয়াসমিন, তৌহিদুল ইসলাম সাব্বির, সহকারী ব্যবস্থাপক (হিসাব এবং অর্থ) স্বপ্না বিশ্বাস, অ্যাক্সিকিউটিভ অফিসার মো. বদিউল আলম সরকার।

জিটিভির পক্ষে শুভেচ্ছা জানান হেড অব নিউজ ইকবাল করিম নিশান, হেড অব ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আবুল হাসান, হেড অব প্রোগ্রাম অনন্ত জাহিদ, ডেপুটি ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস আব্দুল মতিন মোল্লা।

বিজ্ঞাপন

শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী ইন্টারন্যাশনালের ম্যানেজার (সেলস) মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন গাজী গ্রুপের নির্বাহী পরিচালক সালাউদ্দিন চৌধুরী, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক (এঅ্যান্ডএফ) আনন্দ চন্দ্র নাহা, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক (সেলস) শেখ মোরশেদুল, গাজী ইন্টারন্যালনালের সিওও আশরাফ উদ্দিন, গাজী ট্যাংকসের জিএম (অপারেশন) আরমান হোসেন, গাজী ট্যাংকসের এজিএম (হেড অব কমার্শিয়াল) সোয়েব আহমেদ, গাজী ট্যাংকসের এজিএম ( হেড অব অডিট) লক্ষণ সাহা, গাজী কমিউনিকেশস এর এজিএম (এঅ্যান্ডএফ, অপারেশন) রফিকুল ইসলাম, গাজী গ্রুপের হেড অব আইটি মইনুল ইসলাম মিঠু, গাজী ইন্টারন্যাশনালের ডিজিএম (এঅ্যান্ডএফ) মনজুর আহমেদ তালুকদার, গাজী ইন্টারন্যাশনালের এইচআর খালিদ রহিম ও গাজী ট্যাংকের এইচআর নাজমুল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘মানুষকে ভালোবেসে আমি এত ভোট পেয়েছি। আমাদের এখানে শতভাগ ক্লিন ভোট হয়েছে। কেউ কেউ চেষ্টা করেছিল কোনোভাবে ইলেকশন বন্ধ করা যায় কি না। আমরাও চেষ্টা করেছি, কোনোভাবেই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়।’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘স্বাধীনতার পর ব্যবসা করা আরম্ভ করেছিলাম। ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করেছিলাম। স্বাধীনতার পর দেখি স্বাধীনতাবিরোধীরা রাজনীতিতে এলো। তখন আবার রাজনীতিতে আসার ইচ্ছে জাগে। রাজনীতিতে আসতে অনেক কষ্ট হয়েছে। ওয়ান-ইলেভেনের সময় আমাকে ধরে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছিল। তখন আমি বলেছিলাম, আমি মুক্তিযোদ্ধা হিসাবে মনোনয়ন পেয়েছি, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে মনোনয়ন পেয়েছি, কোনো টাকা-পয়সা দিয়ে মনোনয়ন পাইনি। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারব না। অনেক চেষ্টা করেছিল আমাকে দিয়ে মামলা করাতে, তখন আমি বলেছিলাম আমি মীরজাফর হতে পারব না।’

 

সারাবাংলা/ইএইচটি/একে

গাজী গ্রুপ গোলাম দস্তগীর গাজী জাতীয়-নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট সারাবাংলা ডটনেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর