Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেইমারকে ছাড়াই এগিয়ে যাওয়া শিখতে হবে ব্রাজিলকে’

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪ ০৯:৩৫

ইনজুরি কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় ব্রাজিল

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। লিগামেন্টের ইনজুরির কারণে এবারের কোপা আমেরিকাও খেলতে পারছেন না নেইমার। ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়র বলছেন, নেইমারকে ছাড়াই এগিয়ে যাওয়া শিখতে হবে জাতীয় দলকে।

আরও পড়ুন-ব্রাজিলের নতুন কোচ ডরিভাল

গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাম হাঁটুতে আঘাত পান নেইমার। প্রথমে খুব বেশি গুরুতর মনে না হলেও পরবর্তীতে জানা যায়, নেইমারের অস্ত্রোপচার লাগবে। ২০২৪ সালের আগস্টের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। তাই জুনে অনুষ্ঠিত কোপা আমেরিকাতেও মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে।

আরও পড়ুন- নেইমারকে দলে না নেওয়ার কারণে বহিষ্কার হয়েছিলেন ডরিভাল!

নেইমারকে ছাড়া কেমন খেলবে ব্রাজিল, সেটাই এখন সমর্থকদের মনে বড় প্রশ্ন। নতুন দায়িত্ব পাওয়া ডরিভাল জানিয়েছেন, নেইমারকে ছাড়াই এগিয়ে যেতে হবে দলকে, ‘নেইমার খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে সেটা তখনই যখন সে পুরোপুরি ফিট। নেইমারকে ছাড়াই ব্রাজিলকে এগিয়ে যাওয়া শিখতে হবে। যদিও নেইমার বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন এবং আমরা সবসময়ই তার উপর অনেকটা নির্ভর করি।’

১৪ বছর আগে সান্তোসের কোচ থাকার সময় নেইমারকে দলে না নেওয়ায় কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন ডরিভাল। পূর্বের তিক্ততা কি এবার জাতীয় দলে প্রভাব ফেলবে? ডরিভাল অবশ্য এই শঙ্কা উড়িয়ে দিয়েছেন, ‘নেইমারের সাথে আমার কোনও সমস্যা নেই। সান্তোসে যা হয়েছিল সেটা একদমই অপ্রয়োজনীয় ছিল। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাকে আমি সম্মান করি। যখনই আমাদের দেখা হয়েছে আমরা ইতিবাচক কথাই বলেছি। এটাই ফুটবল।’

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত নেইমারকে ছাড়া কেমন করে ব্রাজিল, সেটার জন্য অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত।

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ডরিভাল ফুটবল ব্রাজিল

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর