Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপ খাদে পড়ে বান্দরবানে ২ পর্যটক নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ১৪:১৭

দুর্ঘটনার আগে দলগত ছবিটি তোলা হয়। ছবি: সংগৃহীত

বান্দরবান: বান্দরবানের রুমায় পর্যটকবাহী জিপ গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হ‌য়ে‌ছেন।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দি‌কে উপজেলার কেউক্রাডং-দার্জিলিং পাড়ার মাঝামাঝি চিং‌ড়ি ঝি‌রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ডা. ফিরোজা খাতুন (৫০)। তার বাড়ি ঢাকায়। অন্যজন জয়নব খাতুন (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়ি কেউক্রাডং ভ্রমণে যায়। আজ ফেরার পথে রুমা-কেউক্রাডং সড়কের দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকার চিং‌ড়ি ঝি‌রি নামক স্থা‌নে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থ‌লেই দুইজন নিহত হন। আহত হন ১০ জ‌ন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত এলাকা থে‌কে পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম পাঁচটি জিপ গাড়ি নিয়ে শুক্রবার সকালে রুমা উপজেলার বগালেক যায়। এরপর তারা শনিবার বগালেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ দুর্ঘটনায় শিকার হয়। এতে ঘটনাস্থলে দুই পর্যটক নিহত ও ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

বান্দরবান রুমা উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর