রাজশাহীতে রেললাইন ভাঙন, রক্ষা পেল বরেন্দ্র এক্সপ্রেস
২৯ জানুয়ারি ২০২৪ ১৫:১৩
রাজশাহী: রাজশাহীতে রেললাইনে ভাঙা থাকার কারণে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকলে আবার চালু হয়।
সোমবার (২৯ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে চারঘাট উপজেলায় এই ঘটনা ঘটে। তবে স্থানটির নাম জানাতে পারেননি রেল কর্মকর্তারা।
তারা বলেছেন. নন্দনগাছী ও আড়ানী স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। তবে দ্রুত রেললাইন ঠিক করা হয়েছে।
চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইন ভাঙন দেখা দিয়েছিল। স্লিপারের কয়েকটি নাট খুলে গিয়েছিল। শীত আর অতিরিক্ত চাপের কারণে এমনটি হয়। তবে সাথে সাথে তা ঠিক করা হয়েছে। আর এই লাইনটি শতবর্ষী। ৫০ মিনিটের মধ্যে রেললাইনটি ঠিক করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
সারাবাংলা/ইআ