ময়মনসিংহ ২ রেস্টুরেন্টে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৪ ২২:৫৫
৩০ জানুয়ারি ২০২৪ ২২:৫৫
ময়মনসিংহ: নগরীর দু’টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের জন্য রেস্টুরেন্ট দু’টিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর সিকে ঘোষ রোডের সারিন্দা ও ধানসিঁড়ি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজামান। অভিযানে ফ্রিজে রাখা বাসি খাবার, ফ্রিজে তেলাপোকাসহ নানা অনিয়ম পাওয়া যায়।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে ময়মনসিংহ নগরীর সারিন্দা রেস্টুরেন্টকে দুই লাখ টাকা এবং ধানসিঁড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রেস্টুরেন্ট দুটিকে পরিবেশ উন্নয়নের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়।
সারাবাংলা/পিটিএম