গাড়ি উল্টে বিমান বাহিনীর ৫ কর্মকর্তা আহত
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইতে বিমান বাহিনীর কর্মকর্তাদের বহনকারী গাড়ি উল্টে পাঁচ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার সারাবাংলাকে জানান, সকালে বৃষ্টি হওয়ায় রাস্তা ভেজা ও পিচ্ছিল ছিল। চট্টগ্রাম এয়ারবেজ থেকে বিমান বাহিনীর ছয় টন ওজনের একটি গাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী যাচ্ছিল। পথে মীরসরাইয়ে বৃষ্টি ভেজা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর কর্মকর্তাদের বহনকারী গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।
তিনি আরও জানান, এঘটনায় বিমান বাহিনীর তিনজন সামরিক কর্মকর্তা ও দুই জন বেসামরিক কর্মকর্তা আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় মীরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সারাবাংলা/আইসি/এমও