Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আরাকানে যুদ্ধ চলছে, বাংলাদেশের সঙ্গে নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৫

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের আরাকান রাজ্য নিজেদের মধ্যে যুদ্ধ চলছে, বাংলাদেশের কোনো ইস্যু নেই। সীমান্তে গোলাগুলির কারণে চারিদিকে ভয়ভীতি ছড়াচ্ছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন। এর আগে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আরাকান আর্মির সঙ্গে তাদের (মিয়ানমার জান্তা সরকার) অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় কিছু কিছু প্রতিক্রিয়া আমাদের এখানেও আসে। নাইক্ষ্যংছড়ি, বালুখালির মতো এলাকায় গোলাগুলি হয়, গোলা নিক্ষেপ করে। সীমান্তবর্তী দেশ হিসেবে গোলাগুলির আওয়াজ এখানে চলে আসে, তখন স্বাভাবিক কারণে আমাদের নাগরিকদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে তাদের (চীন) হস্তক্ষেপ আশা করছি। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। তার পক্ষ থেকে ইতিবাচক সাড়া এসেছে। তারা (চীনের রাষ্ট্রদূত) এ বিষয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে চীন যে উন্নয়ন করছে সেগুলোর বিষয়ে কথা বলেছি। আমাদের সব প্রকল্প ও মেগাপ্রকল্প বেশিরভাগ করে ফেলেছি। চীনা বিআরটি প্রকল্প অনেক আগে শেষ হওয়ার কথা, এটা দ্রুত শেষ করার জন্য চীনের রাষ্ট্রদূতকে বলেছি।’

চীন ও ভারত ডুয়েল রোল প্লে করেছে কি না, যেখানে আমাদের ঋণ কমিয়ে দিয়ে মিয়ানমারের ঋণ বাড়িয়ে দিয়েছে- এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘সব তথ্য একবারে শুদ্ধ, এটা কী করে বলব? হতে পারে, নানা জনের নানা বিশ্লেষণ থাকতে পারে। অনুসন্ধান থাকতে পারে। সেটার কোনোটা সত্য হতে পারে, আবার অনুমানভিত্তিক অনুসন্ধান হতে পারে। আমরা এখানে কী করতে পারি? আমরা চাই, তারা বন্ধুসুলভ থাকুক। চীন-ভারতের কনফ্লিক্ট অব ইনটারেস্ট আছে। ওটায় আমরা নাক গলাতে চাই না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘চীন-ভারত তারা তাদের দ্বন্দ্ব মীমাংসা করবে, আমরা আমাদের স্বার্থ নিয়ে বলব। আমাদের স্বার্থ, প্রতিবেশী দেশ হিসেবে আমরা যাতে তাদের অভ্যন্তরীণ সংঘাতের শিকার না হই। আমাদের যাতে কোনো ক্ষতি না হয়। এখন আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর সংঘাতের জন্য আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনো কোনো সময় আমাদের আকাশসীমা তারা অতিক্রমও করছে। বিষয়গুলোতে তাদের আরও বেশি মনোযোগ দেওয়া। যেহেতু মিয়ানমারের সঙ্গে চীনের একটা চমৎকার সম্পর্ক আছে। সেজন্য চীন এখানে কোনো ভূমিকা পালন করতে পারে কি না, করলে আমরা উপকৃত হব- এটিই মূল বিষয়।’

নতুন সরকার গঠন হলেও যুক্তরাষ্ট্র বলছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি- এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিও মিলার সংবাদ সম্মেলেন করেছেন। নির্বাচন নিয়ে তারা দুই ধরনের কথা বলেছেন। তারা সম্পর্কও রাখবে, আবার নির্বাচনের ব্যাপারে তাদের আপত্তিও আছে। তবে তারা এটা বলেনি যে, এই নির্বাচনটা ত্রুটিপূর্ণ ছিল। আমাদের দেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলো, বিএনপি ও তাদের সমমনারা নির্বাচনে এলো না। এজন্য নির্বাচন খারাপ হবে, এটা তো মনে করার কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ক আছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। এগুলো আরও এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরাও কাজ করব তাদের সঙ্গে। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এ সময়ে গায়ে পড়ে ঝগড়া বাঁধানোয় কোনো লাভ নেই। সম্পর্ক থাকুক, সামনে আরও উন্নত হোক। এটা যার যার স্বার্থেই প্রয়োজন। আমেরিকারও স্বার্থ আছে। আমাদেরও আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএস

আরাকান আরাকান আর্মি টপ নিউজ মিয়ানমার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর