Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্পের কাজ ফের শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২

খুলনা: মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ৪টি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়।

বন্দরের বেসক্রিক এলাকার সেকশন-২ এবং সেকশন-৪ এই ড্রেজিংয়ের শুরু হয়েছে।

২০২১ সালে শুরু হয়ে প্রায় ৩৫ শতাংশ কাজ হওয়ার পর ২০২২ সালে ড্রেজিং মাটি ফেলার জমি সংকটের কারণে প্রকল্পের ড্রেজিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এ সময়ে ড্রেজিংয়ের ফলে মোংলা বন্দরে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ আনা সম্ভব হয়। কিন্তু প্রায় এক বছর ড্রেজিং বন্ধ থাকায় চ্যানেলের কিছু স্থানে পলি জমার কারণে নিয়মিতভাবে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ এ বন্দরে আসতে পারছিল না। এখন ড্রেজিংয়ের মাটি ফেলার জমির ব্যবস্থা হওয়ায় পুনরায় ড্রেজিং কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট। ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি শেষ হলে ৯.৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসতে পারবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ ড্রেজিং মোংলা বন্দর

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর