Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরিমানা বাড়িয়ে গ্রাম আদালত সংশোধনী আইনের খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৯

ঢাকা: গ্রাম আদালত সংশোধনী আইনের খসড়ায় মন্ত্রিসভা ফের অনুমোদন দিয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এবারের সংশোধনীতে গ্রাম আদালতের বিচারে জরিমানার পরিমান ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ করে এ সংক্রান্ত আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘আইনটি ২০২৩ সালে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিলো কিন্তু সংসদের শেষ সময়ে চলে আসায় সংসদে উপস্থাপন করা সম্ভব হয়নি। এরমধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হয়ে যায়। যে কারনে নতুন মন্ত্রিসভা আবারও আইনটি অনুমোদন দিলো। আইনে জরিমানার পরিমান ৭৫ হাজার টাকা ছিলো আগে, এখন বর্তমান আইনে তা বাড়িয়ে সর্বোচ্চ তিন লাখ টাকা করা হয়েছে।‘

এছাড়া চেয়ারম্যানসহ ৫ জনের সমন্বয়ে গ্রাম আদালত হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোনোসময় একজন অনুপস্থিত থাকলে আদালতের সদস্য সংখ্যা ৪ জন হয়ে যায়। তখন ভোট হলে চেয়ারম্যানের ক্ষমতা রাখা হয়েছে। বিষয়টি পরিস্কার ছিলো না, এটা আইনে পরিস্কার করা হয়েছে।‘

এছাড়া আরেকটি বিষয় নতুন আইনে অন্তর্ভূক্ত করা হয়েছে। সেটা হলো দুই পক্ষের চলমান মামলায় এক পক্ষ মারা গেলে মামলার ভবিষ্যত নিয়ে অস্পষ্টতা ছিলো। সেক্ষেত্রে বাদি কিংবা বিবাদির উত্তরাধিকারকে পক্ষভূক্ত করা হবে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

খসড়া অনুমোদন গ্রাম আদালত সংশোধনী আইন জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর