Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খৈয়াছড়া ঝরনায় গেল মেডিকেল শিক্ষার্থীর প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ি ঝরনা এলাকায় বেড়াতে গিয়ে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এ ঘটনা ঘটে।

নিহত আল শাহরিয়ার আনাস (২২) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ১ নম্বর ওয়ার্ডের খন্দকার আবদুল্লাহ আল মামুনের ছেলে। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম সারাবাংলাকে জানান, ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সাত শিক্ষার্থী খৈয়াছড়া ঝরনায় ভ্রমণে এসেছিলেন। দুপুরে আনাস ঝরনার উপর থেকে অসতর্কতাবশত নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। ওই শিক্ষার্থীর মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

সারাবাংলা/আইসি/পিটিএম

খৈয়ছড়া ঝরনা নিহত মেডিকেল শিক্ষার্থী

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

আরো

সম্পর্কিত খবর