Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো শক্তিশালী টাগ বোর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৫

খুলনা: মোংলা বন্দরের জলযানে যুক্ত হলো বন্দরের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের টাগ বোট এম.টি নীল কমল ও এম.টি জয়মনি।

টাগ বোট দু’টি হংকং এর চিও লি শিপইয়ার্ডে নির্মাণ করা হয়। হংকং এর চিও লি শিপইয়ার্ড থেকে ৩০ জানুয়ারি ছেড়ে এসে ১৪ ফেব্রুয়ারি মোংলা বন্দরের ৮ নং জেটিতে পৌঁছায়।

এর আগে, মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট। ৭০ বোলার্ড এর টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজসমুহকে দ্রুত ও নিখুঁতভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরে নব দিগন্তের সূচনা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

জলযান মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর