জান্তা বাহিনীতে যোগদান এড়াতে পালাচ্ছেন মিয়ানমারের নাগরিকরা
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৮
মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে পেরে উঠছে না জান্তা সরকারের সামরিক বাহিনী। ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে তাদের পরাজয়ের খবর আসছে। অনেকেই বিদ্রোহীদের হাতে মারা পড়েছেন, কেউবা জীবন বাঁচাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে নতুন করে সেনা সংগ্রহ করতে আইন সংশোধন করেছে দেশটির জান্তা সরকার। ১৮ থেকে ৩৫ বছর নাগিরকদের সেনা বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে। এ কারণে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাচ্ছেন মিয়ানমারের নাগরিকরা। ইতোমধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার কারণে দেশটির ১০০ জনের অধিক নাগরিককে গ্রেফতার করেছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। খবর দ্য ইরাবতি।
গত ১০ ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা সরকার ঘোষণা দেয়, ১৮ থেকে ৩৫ বছরের নাগরিকদের সেনা বাহিনীতে যোগদানের জন্য নিয়োগ আইন প্রয়োগ করা হবে। এমন ঘোষণার পর সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ভয়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে গিয়েছিলেন।
থাইল্যান্ডে অভিবাসীদের সহায়তাকারী সংস্থা ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে, ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে সীমান্ত থেকে ১০৬ জন মিয়ানমার নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
ফাউন্ডেশনের কর্মকর্তা কো মিন উ বলেন, ‘পাঁচদিন ধরে সাত দফায় বার্মিজদের গ্রেফতার করা হয়েছে। প্রধানত থাইল্যান্ডের মায়ে সোট, রানং ও কাঞ্চনাবুরি’ থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে কয়েকজন বলেছে, তারা সেনা বাহিনীতে নিয়োগ এড়াতে পালিয়েছেন।
থাই পুলিশের বরাত দিয়ে তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগ আনা হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
থাইল্যান্ডে অবৈধ প্রবেশের জন্য গ্রেফতার হওয়া মিয়ানমার নাগরিকদের প্রকৃত সংখ্যা রেকর্ডকৃত সংখ্যার তুলনায় অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, ১৯ ফেব্রুয়ারি থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেছেন, ‘তারা বৈধভাবে দেশে প্রবেশ করলে তাদের স্বাগত জানাই, তবে তারা যদি লুকিয়ে দেশে ঢুকে পড়ে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইয়াঙ্গুনের একজন ট্রাভেল এজেন্ট দ্য ইরাবতিকে জানিয়েছেন, মিয়ানমারে পাসপোর্ট এবং ভিসার আবেদন এই মাসে বেড়েছে। তবে সরকার পাসপোর্টের সংখ্যা কমিয়ে দিয়েছে।
আরও পড়ুন:
- রাজধানীর পতন ঠেকাতে জান্তা সরকারের মিলিশিয়া বাহিনী গঠন
- মিয়ানমারে আরও ২ ব্যাটালিয়েনের সদর দফতর বিদ্রোহীদের দখলে
- বিদ্রোহীদের সঙ্গে পারছে না জান্তা, হারাচ্ছে একের পর এক ঘাঁটি
- মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশু নিহত
সারাবাংলা/এনএস