Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবো কাপই ক্লপের ক্যারিয়ারের সবচেয়ে ‘স্পেশাল’ ট্রফি!

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫৬

বিদায়ী মৌসুমে কারাবো কাপ জিতেছেন ক্লপ

মৌসুমের মাঝপথে হঠাৎ ঘোষণা দিয়েছিলেন দায়িত্ব ছাড়ার। দীর্ঘ ৯ বছর পর এই মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন ইউর্গেন ক্লপ। বিদায়ী মৌসুমে প্রথম শিরোপার স্বাদ পেলেন তিনি। জমজমাট এক ম্যাচে অতিরিক্ত সময়ে ভ্যান ডাইকের একমাত্র গোলে চেলসিকে হারিয়ে কারাবো কাপ জিতেছে লিভারপুল। ম্যাচ শেষে লিভারপুল কোচ ক্লপ বলছেন, তার ২০ বছরের কোচিং ক্যারিয়ারে এটিই সবচেয়ে স্পেশাল ট্রফি।

আরও পড়ুন- চেলসিকে হারিয়ে কারাবো কাপ জিতল লিভারপুল

বিজ্ঞাপন

লিভারপুলের হয়ে এই পর্যন্ত মোট ১০টি বড় শিরোপা জিতেছেন ক্লপ। তার অধীনে গত রাতে রেকর্ড ১০ম বারের মতো কারাবো কাপের শিরোপা ঘরে তুলেছে অল রেডরা। ক্লপ বলছেন, বিদায়ী মৌসুমে এই শিরোপা তার কাছে বিশেষ কিছু, ‘আমার ২০ বছরের ক্যারিয়ারে এটিই সবচেয়ে স্পেশাল ট্রফি। আমি নিজের উত্তরাধিকার তৈরি করা নিয়ে কখনোই ভাবিনি, নিজেও এটা তৈরি করতে আসিনি। এই শিরোপাটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

মোহাম্মদ সালাহ, ডারউইন নুনেজ, অ্যালিসন বেকার, ডিয়োগো জোতার মতো গুরুত্বপূর্ণ সদস্যদের ছাড়াই মাঠে নেমেছিল ক্লপের দল। দলের ফুটবলারদের ৫ জনের বয়স ছিল ২০ এর নিচে, দলের গড় বয়স ছিল ২২। এমন দল নিয়েও শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত ক্লপ, ‘আজকের ম্যাচে যা হয়েছে সেটা অবিশ্বাস্য। এই দলটা দুর্দান্ত, আমি এদের নিয়ে গর্বিত। এই জয়টা আমাদের প্রাপ্য। আমরা ভাগ্যবানও বটে। ছেলেরা নিজেদের সেরাটা দিয়েছে।’

প্রিমিয়ার লিগে শীর্ষে আছে তারা, এফএ কাপসহ আরও অনেক ট্রফি জেতার ফেভারিটও লিভারপুল। ক্লপ অবশ্য এখনই এসব নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা বর্তমানে থাকতে চাই। সামনে কি হবে সেটা তখনই দেখা যাবে। আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে তেমন ভাবিনি। আমরা নিজেদের কাজতা করে যাবো। পরে কি হবে সেটা তখনই দেখা যাক!’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কারাবো কাপ ক্লপ লিভারপুল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর