Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তর সিটিতে পানির ঘাটতি নেই: তাজুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৯:৫৭

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১৩৫ কোটি লিটার। চাহিদা অনুযায়ী পানির কোনো ঘাটতি নেই।’

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মাইনুল হোসেন খানের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এসব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১৩৫ কোটি লিটার। গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। চাহিদা অনুযায়ী পানির কোনো ঘাটতি নেই। বর্তমানে ঢাকা শহরে মোট পানির চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার। যদিও ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় উদ্বৃত্ত অর্থাৎ ২৭৫-২৮০ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা অর্জন করেছে।’

এছাড়া, ঢাকা ওয়াসা নগরীর বিভিন্ন স্থানে ডিপ টিউবওয়েল স্থাপন করেছে। যাতে গ্রীষ্ম মৌসুমে তাৎক্ষণিক পানির বাড়তি চাহিদা পূরণ করা যায়। রাজধানীতে সবার জন্য নিরাপদ এবং প্রেসারাইজড পানি সরবরাহ নিশ্চিতকল্পে নতুন ট্রেঞ্চলেস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব পানির লাইন পরিবর্তন করা হয়েছে।

সরকারি দলের সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘আর্সেনিকমুক্ত পানি সরবরাহকল্পে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে দুইটি প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ৩১টি জেলার ১১৭টি উপজেলার ১২৯০ টি ইউনিয়নে প্রায় ২ লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস রয়েছে। এছাড়া ৬২টি রম্নরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এবং ৫টি জেলায় ৩৫টি রিভার্স অসমোসিস ফিল্টার স্থাপনের সংস্থান রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

তাজুল ইসলাম পানির ঘাটতি রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর