Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেফতার মূলহোতা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ১৯:২৭

ঢাকা: যশোরের কেশবপুর থেকে অপহৃত কিশোরীকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেইসঙ্গে অপহরণ চক্রের মূলহোতা রাকিবুল হাসান ওরফে রাজুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

২৬ মার্চ বিকেল ৫টায় গ্রেফতার করা হলেও বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘অপহৃত ভিকটিম কিশোরী যশোর জেলার কেশবপুর এলাকার সাতাইশকাটি ব্রাহ্মণডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। গত ২৬ মার্চ বিকেল সাড়ে ৫টায় ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সাইকেলযোগে তার টিউটরের বাড়ির দিকে রওনা করে। পথে সাতাইশকাটি মোড় নামক স্থানে পৌঁছলে অপহরণ চক্রের মূলহোতা রাকিবুল এবং তার সহযোগী মিলন হোসেন ও তানভীর টিপু মিলে ভিকটিমের পথ রোধ করেন। এর পর অজ্ঞাত আরও ২/৩ জনের সহযোগিতায় গ্রেফতার আসামি ভিকটিমকে জোরপূর্বক একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে চলে যায়।’

তিনি জানান, পরে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ভিকটিম নিজ বাড়িতে না ফেরায় তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে রাত সোয়া ৯টার দিকে প্রাইভেট টিউটরের সঙ্গ মোবাইল ফোনে যোগাযোগ করে। প্রাইভেট টিউটর জানায়, ভিকটিম তার কাছে প্রাইভেট পড়তে যায়নি। এরই পরিপ্রেক্ষিতে ভিকটিমের পরিবার ভিকটিমকে খোঁজাখুঁজির জন্য বের হলে সাতাইশকাটি মোড়ে তার ব্যবহৃত সাইকেলটি পড়ে থাকতে দেখে। একজন পথচারী অপহরণের বিষয়টি দেখেছিলেন। তিনি ভিকটিমের পরিবারকে জানালে তারা নিশ্চিত হয় যে, রাকিবুলের নেতৃত্বে তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে যশোর আদালতে মামলা করেন।

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এক পর্যায়ে রাজধানীর খিলগাঁও আদর্শপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও মূলহোতা রাকিবুলকে গ্রেফতার করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আরিফ মহিউদ্দিন

সারাবাংলা/ইউজে/পিটিএম

অপহৃত যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর