বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
৩ এপ্রিল ২০২৪ ০৮:৫৯
বেনাপোল (যশোর): জেলার বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত বাবু মিয়া ও ডালিম হোসেনকে সীমান্ত থেকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্প থেকে চালানো গুলিতে তারা আহত হন। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ বাবু মিয়া বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের দ্বীন ইসলাম ছেলে, আর ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে।
লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশি দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি চালায়। এ সময় সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক দেখিয়ে তাদের হেফাজতে রেখে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে থানায় সোপর্দ করা হবে।
সারাবাংলা/এনএস