Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাবতলীতে যাত্রীর চাপ বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ১৪:২৫

ঢাকা: রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড ঈদে ঘরমুখো মানুষের ভীড় বাড়ছে। আজ গার্মেন্ট ছুটি হলে এই চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখতে পাওয়া যায়।

এদিন বাসের টিকিট কাউন্টার এবং সড়কের পাশে শত শত যাত্রীর ভিড় পরিলক্ষিত হয়।

গাবতলীর শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা মো. রনির সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, এবার যাত্রী মোটামোটি। আমাদের কাউন্টার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী গাড়িগুলো সকাল থেকে সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত রাস্তায় যানজটের কোনো সংবাদ পাইনি।

বিজ্ঞাপন

হানিফ পরিবহনের টিকিট বিক্রেতা জুয়েল মিয়া সারাবাংলাকে বলেন, যাত্রীর চাপ বাড়ছে। বিকেলে গার্মেন্ট ছুটি হলে আরও বাড়বে। এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আমাদের গাড়িগুলো যথাসময়ে কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে।

গাবতলীর আমিন বাজার সেতুর পূর্ব পাশে দারুস সালাম ট্রাফিক পুলিশের দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান দুপুর দেড়টায় সারাবাংলাকে বলেন, সকাল ৬টা থেকে দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত কোনো ধরনের জ্যাম ছাড়াই যাত্রীবাহী যানবাহনগুলো আমিন বাজার সেতু অতিক্রম করছে।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো যানবাহনের চাপ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ
বিজ্ঞাপন

আরো