Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার এস আলমের তেল পরিশোধন কারখানায় আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো
১২ এপ্রিল ২০২৪ ১০:৫২

এস আলম গ্রুপের কারখানায় আবার আগুন- প্রতীকী ছবি

এক মাসের ব্যবধানে এবার দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের একটি তেল পরিশোধন কারখানায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

শুক্রবার (১২ এপ্রিল) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু চত্বরের সামনে মইজ্জ্যারটেকে এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা ২৭ মিনিটে এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পান তারা। চারটি স্টেশন থেকে আটটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘তেলের কারখানার প্রবেশমুখে তাদের অফিসের স্টোররুম থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রচুর ধোঁয়া আছে। আগুন কারখানা পর্যন্ত ছড়িয়ে পড়েছে কি না, সেটা আমরা এখনো বুঝতে পারছি না।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘এস আলম অয়েল মিলে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। ফায়ার সার্ভিস যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, সেটা আমরা দেখছি।’

এর আগে গত ৪ মার্চ কর্ণফুলী উপজেলায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। প্রায় ছয়দিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সারাবাংলা/আরডি/টিআর

এস আলম গ্রুপ কারখানায় অগ্নিকাণ্ড


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর