দর্শনার্থীর ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক
১৩ এপ্রিল ২০২৪ ১৭:৩৬
নরসিংদী: ঈদ আনন্দে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের ছুটির তৃতীয় দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পার্কে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা।
দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠেছে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে অবস্থিত ‘ড্রিম হলিডে পার্ক’। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ।
ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়। এবারও ব্যতিক্রম নয়, নতুন রাইডের পাশাপাশি বাকি সব রাইডকে সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল শুক্রবারও ঈদের দ্বিতীয় দিনে ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ২৫টি রাইডে চড়ে উচ্ছ্বসিত সব বয়সী দর্শনার্থী। দর্শনার্থীরা ৩৫০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন।
এছাড়া রাইড প্রতি গুণতে হচ্ছে ৬০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা।
সারাবাংলা/এমও