Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৪ ২০:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ২ নম্বর ওয়ার্ডে আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুনীল দাশ রাউজানের নোয়াজিষপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিকেলের দিকে ব্রিজের ওপর রেললাইনে এক বৃদ্ধের মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। লাশের মাথা বিচ্ছিন্ন হয়ে ব্রিজের নিচে পড়ে গিয়েছিল।’

‘স্থানীয় একটি পাওয়ার প্লান্টের জন্য তেল নিয়ে আসা ওয়াগন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হয়েছেন বলে আমাদের ধারণা। সুনীল অসুস্থ ছিলেন বলে তার পরিবার আমাদের জানিয়েছেন। আমিও সেখানে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নিহত সুনীল দাশ অসুস্থ ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কিছুদিন আগে তার একটি অপারেশন হয়েছিল। তিনি কেন ও কীভাবে ওই জায়গায় গিয়েছেন সেটি আমরা খতিয়ে দেখছি।’

সারাবাংলা/আইসি/একে