টানা তাপপ্রবাহে বিপর্যস্ত যশোরের জনজীবন
২৭ এপ্রিল ২০২৪ ১৯:০৮
যশোর: টানা তীব্র তাপপ্রবাহের কবলে যশোর। গতকাল কিছুটা তাপমাত্রা কম থাকলেও আজ তা আরও বেড়েছে। শনিবার (২৭ এপ্রিল) যশোরে তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ জুড়েই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চলছে যশোর-চুয়াডাঙ্গা অঞ্চলে।
আবহাওয়া অফিস বলছে, এই অঞ্চলের উপর দিয়ে এখন বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গত বৃহস্পতিবার দুপুরে যশোরে তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা ৪১.৬ বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্র বলছে, সহসা বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়তে পারে। সব মিলিয়ে হাঁসফাঁস মানবজীবন। প্রভাব পড়েছে গবাদি পশুসহ প্রাণিকূলেও। বাদ যাচ্ছে না ফসলের ক্ষেতও।
তীব্র তাপপ্রবাহের কারণে যশোরের বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া ও গরমজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সব ওয়ার্ডে নির্দিষ্ট আসন সংখ্যার রোগীর চেয়ে প্রায় তিনগুণ রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে।
সারাবাংলা/এমও