রামেক হাসপাতালে দুদকের অভিযান
২৮ এপ্রিল ২০২৪ ২১:২০
রাজশাহী: করোনাকালীন আইসিইউ বেড কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাসপাতালটিতে অভিযান চালান দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
দুদকের রাজশাহী জেলা কার্যালয় সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে দুদক কর্মকর্তারা রামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল কুদ্দুস মণ্ডলের কক্ষে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র দেখেন। এ সময় হাসপাতালের উপপরিচালক ডা. হাসানুল হাসিব, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল কুদ্দুস মণ্ডলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ‘আইসিইউ বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু নথিপত্র নেওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।’
সারাবাংলা/এমই/এনএস