Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা ৪৭০ কেজি চিংড়ি জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ০০:০৬

বেনাপোল: মিথ্যা ঘোষণায় ভারত থকে আমদানি করা সামুদ্রিক মাছের ট্রাক থেকে বিপুল পরিমাণ চিংড়ি জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তরা।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে চিংড়িগুলো জব্দ করা হয়। জব্দ চিংড়ির ওজন ৪৭০ কেজি। এই চালানের মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ১৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিতে চেয়েছিল বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

ভারত থেকে আমদানি করা মাছের চালানটির মালিক খুলনার বুলবুল ট্রেডার্স। আর পণ্য খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট শহিদ ট্রেডিং করপোরেশন।

মাছের চালানটিতে ঘোষণা দেওয়া হয় যে, ভারত থেকে আমদানি করা ৮৭ কার্টুন মাছের নিট ওজন ৫ হাজার ১৭ কেজি। কিন্ত কাস্টমস কর্তৃপক্ষ ১১ প্যাকেট মাছ বেশি পায়। যে প্যাকেটগুলোতে ৪৭০ কেজি চিংড়ি মাছ ছিল। আর এর মাধ্যমে ১৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

বেনাপোলের কাস্টমস কমিশনার মো. আব্দুল হাকিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারত থেকে আমদানি করা একটি সামুদ্রিক মাছের চালানের ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে ঘোষণার অতিরিক্ত ১১ প্যাকেটে ৪৭০ কেজি বড় আকারের চিংড়ি মাছ পাওয়া যায়।

আমদানিকারকের বিন লক করা হবে। এ ছাড়া, সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

চিংড়ি জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর