Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের ‘গুলিতে’ বাংলাদেশি যুবক আহত

বেনাপোল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ১৬:৪৬

যশোর: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় ভারতীয় বিএসএফ এর ছোড়া গুলিতে আমজেদ আলী (৩৫) নামে ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আমজেদ আলী (৩৫) পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।

আহতের ভাই আমের আলী জানান, রোববার রাত ৭টার দিকে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা দিয়ে ভারত থেকে গরু চোরাইপথে নিয়ে আসার সময় ভারতীয় সীমন্তরক্ষী বিএসএফ এর সদস্যরা গুলি ছোড়ে। এতে আমার ভাই আমজেদ আলীর বাম পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় অবস্থায় তিনি পালিয়ে বাড়িতে গেলে বাড়ির লোকজন তাকে রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আমজেদ আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

খুলনা ২১ ব্যাটালিয়নের লে. কর্নেল খুরশীদ আলম বলেন, ‘বিএসএফ এর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে বলে শুনেছি। আমি খোঁজ-খবর নিচ্ছি।’

তিনি বলেন, ‘গতকাল রাতে বিজিবির যে সব সদস্যরা টহলে ছিল, তারা জানিয়েছে যে তারা কোনো গোলাগুলির শব্দ শুনতে পাননি। আহতের বাড়ির এলাকায় আমি লোক পাঠিয়েছিলাম, তারা কেউ বাড়িতে নেই, এলাকার লোকজন বললো আহত হয়েছে, কিন্তু কিভাবে আহত হয়েছে বা ঘটনাটি কোথায় ঘটেছে তারাও বলতে পারছেন না। আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানতে পারব।’

সারাবাংলা/একে

গরু গুলি বিএসএফ বেনাপোল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর