টটেনহামকে হারাতে না পারলেই আর্সেনাল চ্যাম্পিয়ন: গার্দিওলা
১৪ মে ২০২৪ ০৯:০৪
মৌসুমের একটা সময় আর্সেনাল,লিভারপুলের চেয়ে বেশ পিছিয়ে ছিলেন তারা। তবে আগের মৌসুমের মতো এবারও লিগের শেষভাগে এসে সবার চেয়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। শেষ দুই ম্যাচে জিতলেই টানা চতুর্থ শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল। আজ টটেনহামের মাঠে খেলতে নামবে সিটি। শেষ দুই ম্যাচের এটিই তুলনামূলক কঠিন ম্যাচ গার্দিওলার দলের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গার্দিওলা জানালেন, আজ জিততে না পারলেই শিরোপা হাতছাড়া করবে সিটি।
আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছে সিটি। টটেনহামকে হারাতে পারলেই আবারও শীর্ষে ফিরবে সিটিজেনরা। তবে এই ম্যাচকে সামনে রেখে বেশ সতর্ক গার্দিওলা, ‘শেষ ৪ ম্যাচে আমরা ১৫ গোল করেছি। টানা ম্যাচ জিতে চলেছি। তবে টটেনহামের বিপক্ষে এটি বাড়তি সুবিধা দেবে না। এই ম্যাচ আমরা জিততে না পারলে আর্সেনালই শিরোপা জিতবে। এটা নিশ্চিতভাবেই বলতে পারি।’
টটেনহামের মাঠে সিটির রেকর্ড খুব একটা সুখকর নয়। ২০১৯ সালে টটেনহামের নতুন স্টেডিয়ামের যাত্রা শুরুর পর এখানে কখনোই লিগের ম্যাচ জিততে পারেনি সিটি। শুধু তাই নয়, সিটি এই মাঠে গোলের দেখা পায়নি!
টানা তিন মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা সিটি এবার রেকর্ড টানা চতুর্থ শিরোপার পথে আছে। গার্দিওলা বলছেন, অনন্য এই রেকর্ড নিয়ে খুব একটা ভাবছেন না তিনি, ‘মৌসুমের শুরুতে আমরা এসব নিয়ে ভাবিনি। ১৯৮০ সালের লিভারপুল এটা পারেনি, স্যার অ্যালেক্স ফার্গুসন ৯০ এর দশকের ইউনাইটেডকে নিয়ে পারেননি, আব্রামোভিচের চেলসি পারেনি, ওয়েঙ্গারের আর্সেনাল পারেনি। এতেই বুঝে নিতে হবে কাজটা কত কঠিন! এটা করতে হলে বিশেষ কিছুই করে দেখাতে হবে।’
আজ রাত ১টায় মুখোমুখি হবে সিটি-টটেনহাম। আজকের ফলাফল যাই হোক না কেন, লিগের ভাগ্য নির্ধারিত হবে শেষ দিনেই।
সারাবাংলা/এফএম
আর্সেনাল টটেনহাম টপ নিউজ পেপ গার্দিওলা প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি