Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপের ‘কুখ্যাত’ মানব পাচারকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৪ ১২:১৬

ইউরোপের অন্যতম কুখ্যাত মানব পাচারকারী বারজান মাজিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি ও তার একটি চক্র কয়েক বছর ধরে ইংলিশ চ্যানেলে নৌকা ও লরি দিয়ে মানব পাচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির করা একটি অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ মে) সকালে ইরাকের কুর্দিস্তান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ একজন সরকারি কর্মকর্তা।

সম্প্রতি কুর্দিস্তানের সুলায়মানিয়া শহরে মাজিদের সন্ধান পায় বিবিসি। সেখান থেকে তিনি কয়েক হাজার অভিবাসীকে ইংলিশ চ্যানেল পার করিয়েছেন।

মাজিদ বলেন, এক হাজারও হতে পারে, আবার ১০ হাজারও হতে পারে। সংখ্যাটা ঠিক জানি না, আমি কখনও গুনে দেখিনি।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিও (এনসিএ) মাজেদের ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে প্রকাশিত একটি বিবৃতিতে সংস্থাটি প্রতিবেদনের মাধ্যমে মাজেদের মানব পাচারের বিষয়টি প্রকাশ করার জন্য বিবিসিকে কৃতজ্ঞতা জানায়।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে যারা মানব পাচার করছেন, তারা যেখানেই অবস্থান করুক না কেন, আইনের আওতায় এনে ওইসব চক্রকে নির্মূল করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে এবং এক ব্যাপারে তারা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

সারাবাংলা/ইআ

গ্রেফতার টপ নিউজ মানব পাচারকারী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর