Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন এই আর্সেনাল শিরোপা জিতবেই: আর্টেটা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪ ১০:৩৬

আবারও শিরোপার খুব কাছে গিয়ে খালি হাতে ফিরল আর্সেনাল

গত মৌসুমে শিরোপার খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের হোঁচটে চ্যাম্পিয়ন হতে পারেননি তারা। এবারও মৌসুমজুড়েই অনেকটা এগিয়ে থেকেও শেষের দিকের ব্যর্থতায় মাত্র ২ পয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে হার মানতে হলো আর্সেনালকে। টানা দুইবার প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পর আর্সেনাল কোচ আর্টেটা জানিয়েছেন, তার বিশ্বাস এই দলটা খুব দ্রুতই লিগ শিরোপা জিতবে।

লিগের একদম শেষভাগে অ্যাস্টন ভিলার কাছে হেরেই মূলত শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। শেষ ম্যাচে তাই এভারটনে হারালেই হতো না, তাকিয়ে থাকতে হতো সিটি-ওয়েস্ট হ্যাম ম্যাচের দিকেও। তবে নিজেদের ম্যাচে এভারটনকে হারালেও সিটি ৩-১ গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জেতায় শিরোপা হাতছাড়া হয়েছে গানার্সদের।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সমর্থক ও ফুটবলারদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় আর্টেটা বলেছেন, এই দলটা দ্রুতই শিরোপার স্বাদ পাবে, ‘এই মুহূর্তে সবার একটা বিরতি দরকার, বিশ্রামও। এই মৌসুমে আমরা যা অর্জন করেছি সেটায় সন্তুষ্ট হলে চলবে না। সবার মনেই আরও ভালো কিছুর প্রেরণা জাগাতে হবে। আমরা শিরোপার অনেক কাছে চলে এসেছি শেষ দুইবার। তবে খুব তাড়াতাড়িই আমরা চ্যাম্পিয়ন হবো। চেষ্টা চালিয়ে গেলে এটা হবেই।’

৮৯ পয়েন্ট পেয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি আর্সেনাল। আর্টেটা মানছেন, সিটি এখন প্রিমিয়ার লিগকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, ‘১৫-২০ বছর আগেও লিগটা এমন ছিল না। তখন ৮৯ পয়েন্টে আপনি সহজেই চ্যাম্পিয়ন হতে পারতেন। কিন্তু এখন সেটা সম্ভব না। লিগ আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে, প্রতিযোগিতাও বাড়ছে। এজন্যই সবাইকে তাল মিলিয়ে আরও ভালো পারফর্ম করতে হবে। আমরা উন্নতি করছি। তবে শেষ পর্যন্ত আমরা শিরোপা জিততে পারিনি এটাই বাস্তব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আর্টেটা আর্সেনাল প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর